বণ্য পাখি – ভাস্কর পাল

0

বণ্য পাখি

  • ভাস্কর পাল

 

গভীর বনের বণ্য পাখি

নিজের সকাল নিজেই সাজে-

খাবার খোঁজে সকাল হতে

বাড়ি ফেরে নিশি রাতে।

 

কিসের চাওয়া কিসের পাওয়া

নেই স্বপ্নের কালো পর্দা-

সকাল বিকেল উড়ে বেড়ায়

নিজের জীবন নিজেই সাজায়।

 

বাসা বোনে খড়কুটোতে

সঙ্গ খোঁজে একলা রাতে-

ডিম পাড়ে, যত্ন করে

ছানা আসে ঘর আলো করে।

 

কিচির মিচির কত শব্দ

কত দায়িত্ব আছে তাদেরও

স্বপ্ন দেখে নতুন করে

বেঁচে থাকার অঙ্ক কষে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply