0
বণ্য পাখি
- ভাস্কর পাল
গভীর বনের বণ্য পাখি
নিজের সকাল নিজেই সাজে-
খাবার খোঁজে সকাল হতে
বাড়ি ফেরে নিশি রাতে।
কিসের চাওয়া কিসের পাওয়া
নেই স্বপ্নের কালো পর্দা-
সকাল বিকেল উড়ে বেড়ায়
নিজের জীবন নিজেই সাজায়।
বাসা বোনে খড়কুটোতে
সঙ্গ খোঁজে একলা রাতে-
ডিম পাড়ে, যত্ন করে
ছানা আসে ঘর আলো করে।
কিচির মিচির কত শব্দ
কত দায়িত্ব আছে তাদেরও
স্বপ্ন দেখে নতুন করে
বেঁচে থাকার অঙ্ক কষে।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- গণতন্ত্রের ইতিহাস ও প্রকৃতি
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- অনলাইনে পড়াশোনা

0