বাগাড়, তোমার হাসি- ৩

0

বাগাড়

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি কে যেন নেই।

আমি তাকে বললাম, তুমি নেই কেন?

সে বলে আমি হারিয়ে গেছি, হারাতেই আমার ভাল লাগে।

সেই থেকে তাকে খুঁজতে লাগলাম।

খুঁজতে খুঁজতে তাকে পেলাম কোন এক বাগাড়ের কাছে।

সেই থেকে তার নাম হল, বাগাড়।

এখন সে বাগাড় দেখলেই গান গেয়ে উঠে।

বলে, বাগাড় ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

আমি বলি, তোমাকে সবচেয়ে বড় বাগাড়ে রাখি?

সে বলে তাহলে সেখানেই রাখ।

এখন তার নাম সবচেয়ে বড় বাগাড়।

সে নাকি এ বাগাড় ছেড়ে কোথাও যাবেনা।

এমন কি প্রাসাদ প্রতীম দালান পেলেও যাবেনা।

আমি তাহলে তুমি এ বাগাড়েই চিরস্থায়ী বসত গড়।

সে বলে আমি তো এ বাগাড়ে থাকতেই পছন্দ করি ।

এখন তাকে বাগাড় ছেড়ে বের করবে এমন সাধ্য কারো আছে?

এমন সাধ্য কারো নেই।তাইতো তার নাম হয়েছে বাগাড়।

সে যেন এ বাগাড় নিয়েই থাকে!

তোমার হাসি

আমার সবকিছু ভাল লাগে।শুধু ভাল লাগেনা একটা জিনিস সেটা হল তোমার হাসি।তোমার হাসিতে কি যেন লুকানো থাকে।সেটা কি তোমার বাবার কথা যে তোমাকে অনেক ভালবাসত?  না তোমার খালার কথা যে তোমাকে দেখলে পাগল হয়ে যেত ?জানি তুমি বলবেনা।তুমি আর সে হাসি হেসোনা কারন সে হাসি হাসলে আমি কেমন যেন হয়ে যাই।

তুমি হেসো শুধু সে হাসি যে হাসিতে আমার ভালবাসার কথা লুকায়িত। সে  হাসি হাসলে আমি  আমার নিজেকে আমি বলে ডাকতে পাই ।কাজেই তুমি শুধু সে হাসি হেসো, সে হাসির জন্য যে আমি পাগলপারা।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply