বাগাড়
একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি কে যেন নেই।
আমি তাকে বললাম, তুমি নেই কেন?
সে বলে আমি হারিয়ে গেছি, হারাতেই আমার ভাল লাগে।
সেই থেকে তাকে খুঁজতে লাগলাম।
খুঁজতে খুঁজতে তাকে পেলাম কোন এক বাগাড়ের কাছে।
সেই থেকে তার নাম হল, বাগাড়।
এখন সে বাগাড় দেখলেই গান গেয়ে উঠে।
বলে, বাগাড় ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।
আমি বলি, তোমাকে সবচেয়ে বড় বাগাড়ে রাখি?
সে বলে তাহলে সেখানেই রাখ।
এখন তার নাম সবচেয়ে বড় বাগাড়।
সে নাকি এ বাগাড় ছেড়ে কোথাও যাবেনা।
এমন কি প্রাসাদ প্রতীম দালান পেলেও যাবেনা।
আমি তাহলে তুমি এ বাগাড়েই চিরস্থায়ী বসত গড়।
সে বলে আমি তো এ বাগাড়ে থাকতেই পছন্দ করি ।
এখন তাকে বাগাড় ছেড়ে বের করবে এমন সাধ্য কারো আছে?
এমন সাধ্য কারো নেই।তাইতো তার নাম হয়েছে বাগাড়।
সে যেন এ বাগাড় নিয়েই থাকে!
তোমার হাসি
আমার সবকিছু ভাল লাগে।শুধু ভাল লাগেনা একটা জিনিস সেটা হল তোমার হাসি।তোমার হাসিতে কি যেন লুকানো থাকে।সেটা কি তোমার বাবার কথা যে তোমাকে অনেক ভালবাসত? না তোমার খালার কথা যে তোমাকে দেখলে পাগল হয়ে যেত ?জানি তুমি বলবেনা।তুমি আর সে হাসি হেসোনা কারন সে হাসি হাসলে আমি কেমন যেন হয়ে যাই।
তুমি হেসো শুধু সে হাসি যে হাসিতে আমার ভালবাসার কথা লুকায়িত। সে হাসি হাসলে আমি আমার নিজেকে আমি বলে ডাকতে পাই ।কাজেই তুমি শুধু সে হাসি হেসো, সে হাসির জন্য যে আমি পাগলপারা।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- গণতন্ত্রের ইতিহাস ও প্রকৃতি
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- অনলাইনে পড়াশোনা
