0
বাজেট মানে হয়না যেনো
গরিব মারার ফাঁদ,
কৃষক শ্রমিক মাথায় রেখো
যায়না যেনো বাদ।
বাজেট নিয়ে ভাবনা কতো
কেমন বাজেট হবে,
জিনিসপত্রের দাম বাড়িলে
মহা মুশকিল তবে।
বাজেট মানে আয়ও ব্যয়ের
ঘাটতি পূরণ করা,
এক লাফে যে সবকিছুতে
দামের মূল্য চড়া।
বাজেট এলে ভীষণ চিন্তায়
থাকে গরিব চাষা,
কিনার সাধ্যে নেইতো কোনো
মেটে নাকো আশা।
ব্যবসা বান্ধব বাজেট হলে
বলে অসাধারণ,
সেই বাজেটে মহাজন্ খুশি
কাঁদে জনগণ।
বাজেট হলে মূল্যস্ফীতির
লাগাম ছাড়া দাম,
তাদের জন্য হয় না বাজেট
ঝরায় যারা ঘাম।
বাজেট হলে থাকবে নাকো
কৃষক মনে ভীতি,
একটা চাওয়া জনগণের
বন্ধ হোক দূর্নীতি।
দেশের জন্য এবার বাজেট
জানি অনেক বড়ো,
দেশটা তবে নিজের ভেবেই
বাজেট অর্থে গড়ো
দেশের মানুষ থাকবে ভালো
এমন বাজেট চায়,
সোনার বাংলা সুন্দর হবে
তেমন বাজেট পায়।

0