বৃষ্টি ভেজা রাতের গল্প

0

জানি তুমি এখন আর রাত দুপরে জেগে থাকনা।জেগে থাকতে তোমার ভাল লাগেনা। কে যেন তোমাকে ডাকে।সে ডাকে তুমি দিশেহারা।

আমি কি বলব সে কে?

আমি যদি বলি’ আমি ‘ তাহলে কি তুমি খুশি হবে?  জানি তুমি খুশি হবেনা । তাইতো আমি সেই আমি হওয়ার চেষ্টা করছি যে আমি’ তুমি ভালবাস। সে আমি কে? সে আমি হল এমন এক আমি যে আমি কখনও চুল আঁচড়ায়না, আয়নার সামনে দাঁড়ায়না, মানুষ দেখলে থমকে দাঁড়ায়না, সারাক্ষণ শুধু খা খা করে কিন্তু নিজে খায়না, চোখ দিয়ে জল আসলে গিলে ফেলে কিন্তু বলে আমি পানি খাইনা।

এখন কথা হল সেই আমিকে তুমি কখন ভালবাসবে?  সেই আমিকে তুমি তখনই ভালবাসবে যখন সে তিন দিন তিন রাত পদ্মার পাড়ে গিয়ে বসে থাকবে। এখন তার পক্ষে কি বসে থাকা সম্ভব? অবশ্যই সম্ভব। কারন, সে তোমার ভালবাসা চায়।তোমার ভালবাসা পেলে সে কি করবে? সে তার নিজের নাম বদলে তোমার নামে নিজের নাম রেখে দেবে।

এবার একটি প্রশ্নের উত্তর দাওঃ তুমি  কি আগে কখনও তাকে ভালবেসেছিলে? মনে হয়  ১৯৮৮ সালের মে-জুনে ( যখন অনেক বৃষ্টি হয়েছিল)  বেসেছিলে।তানাহলে সে তোমার জন্য এত পাগল হবে কেন?

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply