সত্য চিরদিন সত্য থাকে। সত্য কখনও মিথ্যা হয়না।কেউ যদি বলে, আজ আমি এটা ‘ কাল সে কি তা অনায়াসে বেরিয়ে আসবে। এই যে নেলসন ম্যান্ডেলাকে একদিন সন্ত্রাসী বলে আখ্যা দেয়ার চেষ্টা চলেছিল, সে কি সন্ত্রাসী ছিল? না, সন্ত্রাসী ছিলনা …………… ;। জোন অব আর্ককে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল; তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটি কি সত্যি ছিল? না সত্যি ছিলনা।সেটা কি মানুষের কাছে পরিষ্কার হয়নি? হয়েছিল। জাপানে একটি অবুঝ শিশুকে সাত দিন সাত রাত না খাইয়ে মারা হয়েছিল, সে কোন এক অপরাধ করেছে। আসলে সে কি অপরাধ করেছিল? না …….. ।
আজ সত্য কি? আজ সত্য, তুমি আমার ভালবাসা নয়।আসলে কি তুমি আমার ভালবাসা নয়? তুমি অবশ্যই আমার ভালবাসা। তুমি আমার ভালবাসা বলেই আকাশ হাসে, বাতাস হাসে, নদীর পানি হাসে, এমনকি শুকতারাও হাসে যে -তারা কোনদিন হাসেনি।তাহলে? যেদিন তুমি জানবে তুমি আমার ভালবাসা….. সেদিন তোমাকে কেউ ঘরে বন্দী করে রাখতে পারবেনা , তুমি পাগলের মত ছুটে আসবে আমার কাছে ; তুমি বলবে, এ ভালবাসা ছাড়া আমি বাঁচবনা, আমি বাঁচবনা। তুমি কি আসলেই সেদিন বাঁচবে? না, সেদিন তুমি বাঁচবেনা কারন, এ ভালবাসা সেদিন সত্যিই তোমার আত্মার খোরাকে হবে।
আরো পড়ুন-
