0
আমায় কেউ ভালবাসেনি।তাইতো আমি আকাশ দেখে হাসিনি।
আজ আকাশ দেখে হাসলাম।তার মানে আজ আমাকে কেউ ভালবেসেছে।
এমন একটি খবর যেন বার বার আসে।
এমন একটি খবর আবার আসলে আমি তীরবতী নদীর তীরে হারিয়ে যাব যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে।
সে ফুলটি কোথায় যে ফুলটি সবচেয়ে সুন্দর?
সে ফুলটি ফুটলে আমি আর আমি রইবনা হয়ে যাব অন্য এক আমি।

0