ভালবেসে লিখলাম চিঠি

0

আর যদি কোনদিন ফুল না ফুটে তাহলে কি আমি তোমাকে ভালবাসবনা?অবশ্যই   বাসব, আমি তোমাকে চিরদিন ভালবাসব।তোমার জন্যই আমার এ জীবন, তোমার জন্যই আমার মরণ, সেই তোমাকে কি ভাল না বেসে পারি? তুমি হলে কাশ্মীরের গোলাপ ফুল তুমি যা চাইবে তাই পাবে। শুধু একটা জিনিস চেওনা সেটা হল আমি তোমার মরণ। সে মরণ চাইলে আমি কেমন করে মরব? তুমি যেখানেই যাও শুধু ভাববে এমন একজন তোমাকে ভালবাসে যে তোমার জন্য জীবন বিকিয়ে দিতে পারে।তুমি যদি চাও আগুনে পুড়ে মরতে সে আগুনে পুড়বে, তুমি যদি চাও সাড়ে তিন মাইল  জলের নীচে ডুব দিতে সে সাড়ে তিন মাইল জলের নীচে ডুব দেবে; তোমার জন্য এমন কিছু নাই যা সে করতে পারেনা।

তুমি কখনও তাকে দেখলে লাল নীল বাদামী হাসি হেসোনা।সে হাসি হাসলে সে কেমন করে বাঁচবে?তুমি শুধু বোলো এ আমার ভালবাসা, এ আমার ভালবাসা। এ ভালবাসার জন্যই যে সে বেঁচে আছে।

তাকে কেউ জন্মের ঠিকানা বলেনি।বলেছ তুমি। সেই তোমাকে কি সে ভুলে থাকতে পারে? তাইতো সে তোমাকে স্মরণ করে উঠতে, বসতে, খাইতে,  নাঙ্গা  নায়ের মাঝি হয়ে চড়তে। তোমাকে কে নাকি  বলেছে, সে তোমার ভালবাসা নয়।এ কথার জন্য সে এক উপেক্ষিত জীবনের প্রহর গুনছে। সে জীবন পেলে সে বুঝিয়ে দেবে, সে তোমার কেমন ভালবাসা।

আজ তুমি আর কোন গল্প করোনা। শুধু  একটা গল্প শোন, সেটা হল সে তোমার ভালবাসা না হলে সে অনেক আগেই সব ভালবাসাকে বিদায়ের চিঠি দিয়ে দিত।সে তোমার ভালবাসা বলেই তার আয়ু একশ’ বছর।এই  একশ বছর  নিয়ে সে বাঁচবে আর গাইবে আর বলবে, সে তোমার ভালবাসা, সে তোমার ভালবাসা।

যদি গোলাপ ফুলের সৌরভ গোলাপ ফুল না হয় তাহলে গোলাপ ফুল কি?  গোলাপ ফুল কি কাঁটা?  কাঁটা তো গোলাপ ফুল হতে পারেনা। তাহলে, গোলাপ ফুলই গোলাপ ফুল। সে তোমার এমন এক গোলাপ ফুল যে গোলাপ ফুলের কোন গোলাপ ফুল হয়না।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply