0
কবি বলেছিলেন ভালবাসতে তাই আমি ভালবেসেছিলাম।
কিন্তু কেউ আমাকে ভালবাসেনি।
আজ আমার মনে হচ্ছে, আমি একটি ভুল করেছি।
কবি কেন আমাকে এমন একটি কথা বলল?
ও বুঝেছি, কবি ভালবেসে ভুল করেছিলেন তাই আমাকে এ কথা বলেছিলেন।কারন,ভুল ছাড়া জীবন শুদ্ধ হয়না।
আমি এমন একটি ভুল যেন আবার করি!

0