0
যতই ভাবি ভুলে যাব ভুলতে পারিনা, সে যে আমার গানের গান।
সে আমার এমন গান কেমন করে হল?
সে আমাকে গান শুনিয়েছিল কোন এক চন্দ্রীমা রাতে।
আজ মনে হচ্ছে, সে আমার এমন গান না হলে ভাল হত।কারন এমন গান না হলে আমি তাকে ভুলতে পারতাম।
আর ভুলতে পারলে আমি হতাম রাজার রাজা ।
কেউ কি আমাকে বলবে সে দিনটি কবে যেদিন আমি সত্যিই রাজার রাজা?

0