0
সব আছে, কি নেই?
মানবতা।
সে কোথায় গেছে?
সে লন্ডন গেছে।
সেখানে সে কি করে?
সেখানে তার মা মারা গেছে। সে মায়ের জানাজায় আছে।
সে কি আর ফিরবে?
না সে আর নাও ফিরতে পারে, কারন, সে মায়ের শোকে ম্যূহমান।
আমরা এখন কি করব, তার জন্য শোক করব?
না শোক করে কোন লাভ হবেনা।কারন, সে আর কখনোই ফিরবেনা।
তাহলে?
আমরা বরং তার জন্য দোয়া করি যেন সে সেখানেই সুখে থাকে।

0