0
আমি কার জন্য কাঁদি আজও জানিনা।
আমি কাঁদি ফুলের জন্য? আমি কাঁদি পাখির জন্য? আমি কাঁদি নতুন সুরের জন্য?
না, আমি কাঁদি আমার মায়ের জন্য যে আমাকে অনেক ভালবাসত।
আজ আমার মা মারা গেছে, আজ আমি কি করব?
কবরের পাশে গিয়ে দোয়া করব?
কবরের পাশে গিয়ে দোয়া করে কি হবে?
আমি আমার বেডরুমে মোমবাতি জ্বালিয়ে রাখব।

0