মোমগলা কান্না

0

মোমগলা কান্না
মোঃ রুহুল আমিন

মা,বাবা নামক মোমবাতি আজ
আলো দেয়না বলে,
খোঁজ রাখার তো প্রয়োজন নেই
জানি সন্ধ্যা হলে!

মানুষ যেন ঝিলিক আলোয়
জীবন যাপন করে,
মোমবাতি আজ গুমড়ে কাঁদে
অবহেলার ভরে,

মোমের আলো নিকষ আঁধার
চোখের আড়াল আছে,
মোমগলা ওই কান্নার ধ্বনি
তাইতো অনেক পাছে।

আলোর ঝিলিক নিভে না আজ
মোম কে’বা আজ ভাবি,
ওদের কান্নার আওয়াজ নিরব
তবুও আলোর দাবি!

বিষাদ ছোঁয়া ওই মোমবাতির
আর্তনাদ আজ ভারি,
গুমড়ে কাঁদে কালের আবর্তে
ওদের দলের সারি।

কালের স্রোতে শহর গুলোয়
আলোক বাতি জ্বলে,
রঙিন আলোয় চলছে পথিক
আশার স্বপন ফলে।

রঙিন স্বপ্নে …বিভোর পথিক
আপন ভাবনা নিয়ে,
মোমবাতি খাক… জ্বলে জ্বলে
বিষাদ ধোঁয়া দিয়ে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

Leave a Reply