0
মোমগলা কান্না
মোঃ রুহুল আমিন
মা,বাবা নামক মোমবাতি আজ
আলো দেয়না বলে,
খোঁজ রাখার তো প্রয়োজন নেই
জানি সন্ধ্যা হলে!
মানুষ যেন ঝিলিক আলোয়
জীবন যাপন করে,
মোমবাতি আজ গুমড়ে কাঁদে
অবহেলার ভরে,
মোমের আলো নিকষ আঁধার
চোখের আড়াল আছে,
মোমগলা ওই কান্নার ধ্বনি
তাইতো অনেক পাছে।
আলোর ঝিলিক নিভে না আজ
মোম কে’বা আজ ভাবি,
ওদের কান্নার আওয়াজ নিরব
তবুও আলোর দাবি!
বিষাদ ছোঁয়া ওই মোমবাতির
আর্তনাদ আজ ভারি,
গুমড়ে কাঁদে কালের আবর্তে
ওদের দলের সারি।
কালের স্রোতে শহর গুলোয়
আলোক বাতি জ্বলে,
রঙিন আলোয় চলছে পথিক
আশার স্বপন ফলে।
রঙিন স্বপ্নে …বিভোর পথিক
আপন ভাবনা নিয়ে,
মোমবাতি খাক… জ্বলে জ্বলে
বিষাদ ধোঁয়া দিয়ে।
আরো দেখুন-
- অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা
- বুলিয়ান এলজেবরা
- চিনির উপকারিতা
- পঞ্চপান্ডব আসলে কারা?
- কদম ফুল সমার্থক শব্দ
0