মোমগলা কান্না

play icon Listen to this article
0

মোমগলা কান্না
মোঃ রুহুল আমিন

মা,বাবা নামক মোমবাতি আজ
আলো দেয়না বলে,
খোঁজ রাখার তো প্রয়োজন নেই
জানি সন্ধ্যা হলে!

মানুষ যেন ঝিলিক আলোয়
জীবন যাপন করে,
মোমবাতি আজ গুমড়ে কাঁদে
অবহেলার ভরে,

মোমের আলো নিকষ আঁধার
চোখের আড়াল আছে,
মোমগলা ওই কান্নার ধ্বনি
তাইতো অনেক পাছে।

আলোর ঝিলিক নিভে না আজ
মোম কে’বা আজ ভাবি,
ওদের কান্নার আওয়াজ নিরব
তবুও আলোর দাবি!

বিষাদ ছোঁয়া ওই মোমবাতির
আর্তনাদ আজ ভারি,
গুমড়ে কাঁদে কালের আবর্তে
ওদের দলের সারি।

কালের স্রোতে শহর গুলোয়
আলোক বাতি জ্বলে,
রঙিন আলোয় চলছে পথিক
আশার স্বপন ফলে।

রঙিন স্বপ্নে …বিভোর পথিক
আপন ভাবনা নিয়ে,
মোমবাতি খাক… জ্বলে জ্বলে
বিষাদ ধোঁয়া দিয়ে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

Related Posts

শান্তির ঘাঁটি

রোজার মাসের চাঁদ উঠেছে খুশি মুমিন বান্দা, ফরজ রোজা পালন করবে ছেড়ে সকল ধান্দা। প্রভুর হুকুম পালন করতে রাখে ফরজ

নারী পুরুষ

  মানুষ ভাবে…. দুই ভাগেতে নারী পুরুষ জাত, সমান ভাবে দেশের কাজে আছে সবার হাত। নারী পুরুষ মিলে লড়ছে বিভেদ

প্রতিশ্রুতি

মহান উত্তম শাবান মাসের শবে বরাত রাত, মুসলিম উম্মা আজ প্রার্থনায় উঠায় যে দুই হাত। জিকির তালিম মশগুল বান্দা গভীর

ধান্দায় খাচ্ছে লুটে

মানুষ বাঁচে একশো বছর কিংবা তাহার কম, নিজের নজির প্রকাশ করে ছাড়ে গর্বের দম। দিবস রাতে টাকার পিছে শুধুই মানুষ

Leave a Reply