সব মানুষেরই কোন না কোন নাম থাকে সে নামে সবাই তাকে ডাকে।কিন্তু তোমার কোন নাম নেই তোমাকে আমি কি নামে ডাকব? আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যেহেতু আমার ভালবাসার মানুষ তাই তোমাকে আমি আমার ভালবাসার মাুনষ নামে ডাকব।তোমাকে ভালবাসার মানুষ নামে ডাকলে তুমি রাগ করবে? রাগ কোরোনা। কারন, ভালবাসার মানুষ কয়জন হতে পারে? ভালবাসার মানুষ সেই হয় যার ভাগ্যে কারো না কারো ভালবাসা জুটে।আমি তোমাকে ভালবাসি এটা কি তোমার জন্য কম বড় খবর?এটা কম বড় খবর হতে পারেনা। কারন, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, এখানে যাই ওখানে যাই;কেউ আমাকে ভালবাসেনা। যাকে কেউ ভালবাসেনা সে একজনকে ভালবাসবে এটা কখনও ছোট খবর হতে পারেনা। কাজেই আমি তোমাকে ভালবাসি এটা সবসময় বড় খবর হিসেবে দেখবে।
যদি দেখ যে এমন একজন তোমাকে ভালবাসে যাকে কেউ ভালবাসেনা তাহলে তোমার মনে সবসময় এক রং খেলা করবে। সেটা হল, তোমার মনে ভাবনা আসবে যাকে কেউ ভালবাসেনা সে আমাকে ভালবাসে তার মানে আমি বিশেষ কিছু। তুমি প্রতি রাতে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবে। দেখবে সে তোমাকে আলিঙ্গন করছে, তোমাকে চুমু খাচ্ছে, তোমাকে বুকে জড়িয়ে নিচ্ছে। এ এক অপার আনন্দ হবে তোমার জন্য।
এখন কথা হল এই যে যাকে কেউ ভালবাসেনা সে তোমাকে ভালবাসে এ খবর কাউকে বলবে কিনা।না এ খবর কাউকে বোলোনা। কারন, এ খবর কাউকে বললে সবাই ভাববে,’ একে এমন একজন ভালবাসে যাকে কেউ ভালবাসেনা,এর কোন মূল্য নেই’। তখন তোমার মনে হতাশা আসবে। তোমার মরে যেতে ইচ্ছে করবে। তুমি শুধু ভাববে যাকে কেউ ভালবাসেনা তার মর্ম বুঝার ক্ষমতা তো কারো থাকার কথা নয়।কাজেই যাকে কেউ ভালবাসেনা সে তোমাকে ভালবাসে এটা তোমার জন্য বিরাট খবর হিসেবে দেখবে এটা ছোট খবর হিসেবে দেখবেনা।