রমজান

play icon Listen to this article
0

মুমিন বান্দার মাঝে আসলো
বছর ঘুরে রোজা,
নেক আমলে ভরবে জীবন
কমবে পাপের বোঝা।

রমজান মাসে ফরজ রোজা
রাখে মুমিন বান্দা,
রোজার পরশ ঘুচবে যত
মন্দ সকল ধান্দা।

রোজার বরকত বান্দাগণে
আমল নেকি পূর্ণ,
অন্তর আত্মা কলুষ মুক্ত
অহং হবে চূর্ণ।

রমজান মাসে পাপের পথটা
ছেড়ে ভালোয় ঘেঁষো
রোজা রাখে কুরআন পড়ে
তাদের সাথে মেশো।

রোজা রাখো কোরআন পড়ো
আমল করতে ভারী,
হালাল হারাম মেনেই যেনো
সকল লিপ্সা ছাড়ি।

রমজান মাসে বান্দার জন্য
পাপের দুয়ার বন্ধ,
আমীর ফকির এক কাতারে
নেই ভেদাভেদ দ্বন্দ্ব।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply