রমজান

0

মুমিন বান্দার মাঝে আসলো
বছর ঘুরে রোজা,
নেক আমলে ভরবে জীবন
কমবে পাপের বোঝা।

রমজান মাসে ফরজ রোজা
রাখে মুমিন বান্দা,
রোজার পরশ ঘুচবে যত
মন্দ সকল ধান্দা।

রোজার বরকত বান্দাগণে
আমল নেকি পূর্ণ,
অন্তর আত্মা কলুষ মুক্ত
অহং হবে চূর্ণ।

রমজান মাসে পাপের পথটা
ছেড়ে ভালোয় ঘেঁষো
রোজা রাখে কুরআন পড়ে
তাদের সাথে মেশো।

রোজা রাখো কোরআন পড়ো
আমল করতে ভারী,
হালাল হারাম মেনেই যেনো
সকল লিপ্সা ছাড়ি।

রমজান মাসে বান্দার জন্য
পাপের দুয়ার বন্ধ,
আমীর ফকির এক কাতারে
নেই ভেদাভেদ দ্বন্দ্ব।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply