0
সখা আইসো আমার সনে
কোন রাত বা দিন লগনে
তোমার সাথে খেলব ধাঁধা নিরব ও নির্জনে।
তোমায় নিয়ে তুলব আমি কাঁচা হলুদের ডালা
সেই ডালাতে সাজিয়ে দেব কদম ফুলের মালা।
হলুদ মেখে মালা পরে নাচব আনমনে
সখা আইসো আমার সনে।
তুমি আমি দেখব ছবি বসে একসাথে
সেথায় মোরা হারিয়ে যাব কল্পনার জগতে।
ভালবাসা উঠবে জেগে দুজনার প্রাণে।
সখা আইসো আমার সনে
তুমি আমি থাকব বসে নীল পরীদের ঘাটে
যেথায় পাখি উড়ে, বসে, শুধু কেবল হাঁটে
ভালবাসার ঢেউ উঠবে তোমার আমার প্রাণে
সখ আইসো আমার সনে।
কি কথা বলব আমি নাইকো বলার শেষ
সেই কথাটি বল আমায় যেই কথাটির রেশ্
বয়ে যায় দিনমানে কবির মনে গানে
সখা আইসো আমার সনে।
সখা আইসো আমার সনে
কোন রাত বা দিন লগনে
তোমার সাথে খেলব ধাঁধা নিরব ও নির্জনে।

0