0
তোমাকে দেখলেই মনে হয় ফুল ফুটেছে। অথচ সবচেয়ে সুন্দর ফুলটি তুমি আমাকে দাওনা।সে ফুলটি কেঁদে মরে। বলে, এ কাউকে কিছু দেয়না।
তুমি এত নিষ্ঠুর কেন? তোমার মনে কেন কারো প্রতি কোন ভালবাসার জন্ম হয়না? তোমার মনে যদি ভালবাসার জন্ম হত তাহলে তো সবচেয়ে সুন্দর ফুলটি কেঁদে মরতনা।
তুমি এক কাজ কর, তুমি যেদিন আলেকজান্দ্রিয়া যাবে ক্লিওপেট্রার মাজারে ফুল দিতে সেদিন আমাকে ফুলটি দিও।কারন, সে ফুলটি সবচেয়ে বড় সুন্দর ফুল ছিল।
0