0
সোনার পিয়া সোনার পিয়া সোনার পিয়া রে
আসবে বুঝি আসবে বুঝি মোর দুয়ারে
তার সাথে আমার হবে আলাপন
তাকে নিয়ে সাজাব এক রঙিন ভুবন
তাকে নিয়ে চলে যাব এমন এক দেশে
যেই দেশে সবাই থাকে সুখ আবেশে
সেই দেশে মোদের কাটবে মধুক্ষণ
তাকে নিয়ে সাজাব এক রঙিন ভুবন।
তাকে নিয়ে নতুন গল্প মেতে রব
সবকিছু হয়ে যাবে অনুভব
তার সাথে কাটবে নীল আলাপন
তাকে নিয়ে সাজাব এক রঙিন ভুবন।
এই দেশে কোন পাখি নেই এথা
সব পাখি চলে, ফিরে, গিয়েছে যেথা
সেথায় তার সাথে হবে ”’কথন
তাকে নিয়ে সাজাব এক রঙিন ভুবন।
সোনার পিয়া সোনার পিয়া সোনার পিয়া রে
আসবে বুঝি আসবে বুঝি মোর দুয়ারে।
0