0
স্বাধীনতার ঘ্রাণ
মোঃ রুহুল আমিন
স্বাধীনতা এলো বাংলায়
দীর্ঘ নয় মাস পর॥
নয়টি মাসে কতো মায়ের
শূন্য হইলো ঘর!
পাক বাহিনী বুলেট ছোড়ে
ঝাঁঝরা করে প্রাণ!
তার বিনিময় পেলাম জানি
স্বাধীনতার ঘ্রাণ।
পাগল হয়ে খুঁজে বেড়ায়
মায়ে ছেলের লাশ!
ছাব্বিশে মার্চ শোকে গাঁথা
এমন একটা মাস।
ভয়ে কাঁপতো দেখলে চোখে
সাঁজোয়া ওই যান,
যার ভিতরে লুকোয় ছিল
বুলেট ছোঁড়ার গান।
বাংলার ভুমি পদ্মা মেঘনা
লাশের সারি ভাসে,
তার বিনিময় এই বাংলাতে
স্বাধীনতা আসে।
স্বাধীনতা —-হইনি পাওয়া
খুব সহজেই তাই,
দেশ স্বাধীনে —-অকাতরে
জীবন দিলো ভাই।

0