0
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা চাই
স্বাধীনতা ছাড়া কোন কথা নাই।
স্বাধীনতা ছাড়া যে জন বাঁচে সে জন কি মানুষ?
সে জন যদি মানুষ হয়, হারাব হুঁশ।
তুমি আমায় সে স্বাধীনতা দাও যে স্বাধীনতার নাই কোন শেষ
সে স্বাধীনতা পেলে বলব আমি অনিঃশেষ।
সে স্বাধীনতার জন্য কেঁদেছিল একজন একদিন
আমি তার জন্য কাঁদি রাত, দিন, সারাদিন।

0