হারিয়ে যেতে কার না ভাল লাগে?
হারিয়ে যেতে সবার ভাল লাগে।
তাইতো একদিন আমরা হারিয়ে গিয়েছিলাম। সেদিন অনেক ভাল লেগেছিল।
আজ আবার হারিয়ে যাব। দেখব কেমন লাগে।
হারিয়ে যেতে যদি চড়ুই পাখির ডানা হওয়া লাগে আমরা চড়ুই পাখির ডানা হব।তবু আমরা যারিয়ে যেতে চাই ।
হারিয়ে যাওয়ার আগে নাকি তিনশ তিন জনের নাম নিতে হয় বলেছেন, কাশ্মিরা।তিনশ তিন জনের নাম নেব, দেখব কেমন লাগে।
চাঁদ নাকি একদি সূর্যের মাঝে হারিয়ে গিয়েছিল। তাকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি। তেমন ভাবে হারিয়ে যাব, দেখব কেমন লাগে।
হারিয়ে যাওয়ার আগে নাকি কবি বলেছিলেন, আমি আর কবিতা লিখবনা।প্রয়োজনে কবিতা লিখবনা তারপরও হারাতে চাই।
এইতো সেদিন কলমীলতা হারিয়ে গিয়েছিল। তাকে নাকি খুঁজে পাওয়া গিয়েছিল বটতলার ঘাটে।সে বলেছিল, আমারতো সেখানে থাকাই ভাল ছিল। সেভাবে হারাতে চাই।
হারাতে হারাতে এমন এক জায়গায় যেতে চাই যেখানে হারালে আর ফিরে আসা যায়না।
যদি চুন মুখে হারাই তাহলে অনেক ভাল লাগবে।কারন বলব, চুন শাস্তি দিয়েছে।
করিম উদ্দিন সাংহাই হারিয়ে গিয়েছিলেন গামলা মুখে নিয়ে। তিনি দিন রাত গামলার গল্প করতেন। সেভাবে হারাতে চাই।
হারিয়ে যাওয়া নিয়ে একটি ছোট গল্প আছে।সেটি অনেক ছোট।সেটি ছোট না হয়ে যদি বড় হত।
একদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠব।দেখব কেউ হারিয়ে যাওয়ার গল্প বলে কিনা। যদি বলে তাকে কিছু সময় দেব।
মুখে বলি, হারিয়ে যাব।আসলে হারিয়ে যাওয়া কি এত সহজ! না সহজ নয়।তাই বার বার হারাতে হবে।
হারিয়ে যাওয়ার গল্প যেথায় হারিয়ে গিয়েছিল সেথায় যাব, দেখব সেটি হারিয়ে গিয়ে সেথায় কতক্ষণ থেকেছিল।