২০২৪ একুশে বইমেলায় আমার কবিতার বই ( কনকচাঁপা দোদুল দোল) প্রকাশ ( আপডেট, ১৬ ফেব্রুয়ারী ২০২৪)

0

২০২৪ অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে মোট ১০০ টির মত কবিতা রয়েছে। প্রেম, বিরহ, অভিমান, বিদ্রোহ, দেশাত্মবোধ, বাকস্বাধীনতা, ধর্মীয় চেতনা,  প্রকৃতির কথা ইত্যাদি সব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।কবিতাগুলো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।  বইটির মূল্য ধরা হয়েছে মাত্র   ১১০ টাকা।বইটি পাবেন মেধা পাবলিকেশন্স এর স্টলে ( ১১৬ নং স্টল, অমর একুশে বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান)। বই মানুষকে কখনও নিঃস্ব করেনি, করেছে সমৃদ্ধ, উন্নত – এই হোক আপনার চেতনা  ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে