ও আমার ভালবাসা একটু কথা কও ( প্রেমের কবিতা)

0

আমি চাই তুমি হাস, গাও, ছবি আঁক, নতুন নতুন নাম নাও; আমাকে দেখলে জড়িয়ে ধর।কিন্তু তুমি কিছুই করনা।কিছু’ করনা কেন? তুমি আমাকে ভালবাসনা। যদি এমন হত, এমন একটি দিন যদি আসত, তুমি আমাকে ভালবেসেছ। সে দিন আসলে কি হত? “তুমি আমাকে জড়িয়ে ধরতে, আমি শুধু লাফাতাম। তুমি বলতে এই তোমার কি হয়েছে?  আমি বলতাম,  তুমি আমাকে জড়িয়ে ধরেছ….!” তুমি আরও ভাল করে  জড়িয়ে ধরতে,  আমি আরও বেশি করে লাফ দিতাম ।তখন তুমি  কি  বলতে ?  “তুমি বলতে, এত বেশি লাফ দিতে নেই ; আমি বলতাম,  লাফ না দিলে   ভালবাসা তার ভালাবাসার  নামই খুঁজে পায়না।” তখন কি হত? “এমনি করে দিন যেত  আর ভালবাসা  তার ভালাবাসার   সেই নাম খুঁজে পেত।

ভালবাসা কি ভালবাসার  _   নাম  খুঁজে পাবে? “অবশই পাবে, তানাহলে তুমি আজ আমার কেন এত আপন।”

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply