কানা

0

পূর্ব পাড়ার যে লোকটি কানা ছিল সে আজ মারা গেছে?  মারা যাওয়ার সময়  বলে গেছে, আমি কানা ছিলাম এ নিয়ে তোমরা দুঃখ কোরোনা, কানা কোন বিষয় নয়।তাকে কেউ কখনও কানা বললে হো হো করে হেসে উঠতেন।একদিন এক লোক তার চোখে আঙুল দিয়ে বলে, এই যে তুই  কানা! সে বলে, তোর কারনেই তো কানা হয়েছি।লোকটি  বলল, কেমন করে?  “এই যে তুই আমার দিকে চেয়ে আছিস এটাই কানা।”

তার মৃত্যুতে বিশাল শোক! সবাই শুধু হা হা করছে! সবাই বলছে এমন লোক কখনও আসবেনা, সে একটা জীবন্ত অগ্নিগিরি  ছিল।তাহলে আমরা কি কানা হব? আমাদের মনে হয় কানাই হওয়া দরকার। কানা না হলে কানার অন্তঃ কথা বুঝব কি করে? তাহলে? সবাই চল কানা হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply