গ্রামবাংলার নিসর্গ

0

কতই না সুন্দর
মোদের গ্রামবাংলার প্রকৃতি,
দেখলে যেন চোখ জুড়ায়
নেই দেখায় বিরতি।

গাছেতে ফুল,
ক্ষেতে ধান,
মাঠের মধ্যে ঘাস-
গাছের মধ্যে কতরকম
পাখির বসবাস।

মোদের এই গ্রামবাংলায়-
কত বিশুদ্ধ বাতাস,
দেখতে ইচ্ছা করে শুধু-
নীল রঙের আকাশ।

রোজ সকালে,
পাখির ডাকে
ঘুম ভাঙে মোদের,
এমন সুন্দর গ্রামটি বলো
আছে আর কাদের?

মোদের এই গ্রামটি যেন,
পৃথিবীর স্বর্গ
সত্যিকারের সুন্দর তুমি-
গ্রামবাংলার নিসর্গ!

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Moinak Banik

Author: Moinak Banik

আমি মৈনাক বনিক।আমি একজন ছাত্র এবং বর্তমানে একটি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে কাজ করছি।অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি কবিতা লিখি।আমি চট্টগ্রামে থাকি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply