প্রিয়তমা – ২ ( প্রেমের কবিতা)

0

প্রিয়তমা, আমি আর আগের মত হাসতে পারিনা।হাসলে আমার বুক কেমন জানি শিরশির করে ওঠে। আমার বুকের মাঝে কি এক যন্ত্রণা খেলে যায় আমি তার মর্ম বুঝতে পারিনা; আমার সারাক্ষণ মনে হয়, কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে ডাকছে। তুমি কি এর রহস্য আমাকে বলতে পার? নিশ্চয়ই বলতে পারবে,  তানাহলে তুমি আমার কিসের প্রিয়তমা। তোমাকে বলেছিলাম কুয়ারঘাটে গেলে ভরা কলসী নিয়ে যাবে; ভরা কলসীতে পানি ভরলে সেটা আরও ভরা হয়।তুমি তখন আমার মনের কথা ভাল করে বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে, আমি কি বলতে চাইছি। তখন তুমি আমার এ প্রশ্নের উত্তর ভাল করে দিতে পারবে। তুমি যদি ভাব, এ প্রশ্নের উত্তর দিতে পারবেনা সেটা তোমার ভুল। প্রিয়তমারা সব পারে। তানাহলে বেহুলা লক্ষীন্দরের জীবন বাঁচিয়েছিল কেমন করে? তোমাকে জাস্ট একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই দেখবে সব তর তর করে বেরিয়ে আসছে। তানাহলে তুমি আমার কিসের প্রিয়তমা?  প্রিয়তমা’ যে সবসময় মন- ভোলা’ প্রিয়তমা হতে হয়।

প্রিয়তমা একবার হাসলে হাসতে হয় তিন বার।আমি হেসেছি দশবার। তাহলে তুমি পারবেনা কেন? অবশ্যই পারবে , তুমি যে আমার তুল্যধর প্রিয়তমা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply