প্রেম আছে মনে প্রেম আছে প্রাণে

0

ধর ঘটনাটা এমন পৃথিবীতে কোন মানুষ নেইঃ তাহলে আমরা কি করতাম? কোন এক জঙ্গলে আশ্রয় নিতাম।সেখানে আমাদের ভালবাসা জমে উঠত।আমাদের কি মনে হত? হায় এখানে কেন আরো আগে আসিনি, আগে মনে হয়  আসলেতো আরো ভাল হত! আজ আমার কেন জানি মনে হচ্ছে আজ তেমন একটি দিন, তাহলে আমাদের কি করা উচিত?  এক্ষুনি সেই জঙ্গল খুঁজে চলে যাওয়া উচিত। কিন্তু জঙ্গলে যে যাব আমাদের পরনে কি লাল জামাওয়ালা হাফ প্যান্ট আছে?  চল এক্ষুনি…….  হাফ প্যান্ট খুঁজি। …..  হাফ প্যান্ট যে কোথায় গেল? ইস্! সময়মত কিচ্ছু পাওয়া যায়না। কেন যে এমন হয়! ধুৎ যাবইনা! এমন একটি দিন না আসলেই তো সেই ভাল হত! এমন একটি দিন আর যেন না আসে!  এমন একটি দিন আবার আসলে কুড়াল দিয়ে কোপাব!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

One Reply to “প্রেম আছে মনে প্রেম আছে প্রাণে”

Leave a Reply