বাংলা শব্দের অর্থ

কিশোরী সমার্থক শব্দ কি?

কিশোর শব্দের স্ত্রীবাচক শব্দ কিশোরী। কিশোরী বলতে কৈশোর বয়স চলাকালীন একজন মেয়েকে বোঝানো হয়। সাধারণত ১৩ থেকে ১৯ বছর বয়সী মেয়েকে কিশোরী বলা হয়। কিশোরী শব্দের কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে তরূণী, তনয়া, সুতা, নন্দিনী, কুমারী, যুবতী ইত্যাদি।

বাংলা শব্দের অর্থ

একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপের মধ্যে কৈশোরকাল অন্যতম। শৈশবের পরেই কৈশোর। ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের কিশোর আর  মেয়েদের বলা হয় কিশোরী।

কিশোরীদের আমরা আবার বালিকা বলেও ডাকি। কিশোরী শব্দের অন্যতম গ্রহণযোগ্য সমার্থক শব্দ হচ্ছে বালিকা।

 

আরো বাংলা শব্দের অর্থ জানুন–