বাংলা শব্দের অর্থ

মালো শব্দের অর্থ কি?

মালো শব্দের অর্থ সাপের ওঝা। তারা মূলত হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকে। মালো শব্দটি ওঝা শ্রেনীকেই নির্দেশ করে।

বাংলা শব্দের অর্থ

  • সাপের ওঝা ছাড়াও মালো শব্দটির আরেকটি অর্থ হচ্ছে মালা। অনেকে মালা শব্দটিকে বিকৃত করে মালো উচ্চারণ করে থাকেন।
  • মালো বলতে দ্বীপ বিশেষকেও বুঝিয়ে থাকে।

 

মালো বলতে একটি বিশেষ শ্রেনীকে বোঝানো হয়ে থাকে যারা সাপ ধরে। গ্রাম বাংলায় তাদের ওঝা নামের পরিচয় দেওয়া হয়। তবে তারা সাপের পাশাপাশি মাছও ধরে। তাই এদের জেলে বললেও মোটে ভুল হবে না।

 

আরো অজানা শব্দের অর্থ জেনে নিন–