বাংলা শব্দের অর্থ

dot কথার অর্থ কি?

এর অনেকগুলো অর্থ হয়। Dot কথার অর্থ হচ্ছে- ফোটা, বিন্দু, দশমিক, মোর্স কোড। অনেক সময় একেবারে নির্দিষ্ট সময় বুঝাতে ইংরেজী ভাষার ডট শব্দটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অর্থ হয় শেষ কথা বা, এই কথার পরে কোন কথা নাই।

  • জার্মান এবং ল্যাটিং ভাষায় অনেক আগে থেকে এটি ছিল
  • বাংলায় দশমিক বুঝাতে আমরা ডট ব্যবহার করি
  • মোর্স কোডের ক্ষেত্রে ডট আর, ড্যাশ ব্যবহার করা হয়। মোর্স কোড হচ্ছে গোপন মেসেজ আদান প্রদানের কোড

 

ওয়েবসাইটের ডোমেইনের ক্ষেত্রেও কিন্তু .com, .net ইত্যাদি ব্যবহার করা হয়। সেই ঠিকানায় গিয়ে আমরা কোন একটি সাইট ভিজিট করি।

আগ্রহ থাকলে পড়তে পারেন-