অনুবাদক পরিচিতি “শায়খ জিয়াউর রহমান মুন্সি ” জীবনী

1

শায়খ জিয়াউর রহমান মুন্সী।জন্ম ১৯৮৪সালে কুমিল্লা জেলায়।৫ম শ্রেণীতে বৃওি পেয়ে ৭ম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন তিনি। তারপর হিফযুল কুরআন সম্পন্ন করে ও কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করে আলিয়া মাদরাসায় কামিল শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অজন-সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১ম শ্রেণি পেয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। মাতৃভাষার পাশাপাশি আরবি,ইংরেজি, উর্দু,ফার্সি প্রভৃতি ভাষায় পারদর্শী তিনি। বিভিন্ন ভাষায় রচিত ইসলামের কালজয়ী গ্রন্থগুলো বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষে তিনি নিরলসভাবে অনুবাদের কাজ চালিয়ে যাচ্ছেন।শায়খ জিয়াউর রহমান মুন্সির অনূদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রাসূলের চোখে দুনিয়া, সীরাতুন নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-১,২,৩,৪,জীবিকার খোঁজে, মৃতু থেকে কিয়ামত, আপনার প্রায়োজন আল্লাহকে বলুন, আল্লাহর উপর তাওয়াক্কুল,বান্দার ডাকে আল্লাহর সাড়া।

এ ছাড়াও কুরআনের বাংলা অনুবাদের একটি স্ট্যান্ডার্ড ভার্সন, নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত সমস্ত হাদীসের অনুবাদ নিয়ে হাদীস সমগ্র, বিশদ ব্যাখা ও বিপুল পরিমাণ আয়াত – হাদীস – প্রাচীন আরবি কবিতার উদাহরণ – সম্বলিত পূর্ণাঙ্গ ‘আরবি – বাংলা প্রামাণ অভিধান ‘এবং সীরাতের কমধারা অনুযায়ী একটি বৃহদায়তন তাফসীর-গন্থ প্রাণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আল্লাহ তায়ালা তার কাজে বারাকাহ দান করুন। আমীন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply