আশা

1

আচ্ছা! মানুষ আশাহত হয় কেন? এত আশাই বা করে কেন অন্যের কাছ থেকে কিংবা মানুষ কেন অন্য একজন নৃকে কেনই বা মিথ্যা আশ্বাস দেয়? এত প্রশ্নের বেড়াজালে তৈরী হওয়া ধুম্রজালের মধ্যে দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার একটি উক্তি মনে পড়ে, সিনেমাটিতে টিম রবিন্স মর্গান ফ্রিম্যানকে বলেছিল, “রিমেম্বার রেড, হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিং, এন্ড নো গুড থিং এভার ডাইস!”. এখানে অন্যের কাছে আশা করার কথা বলা হয়নাই যদিও কিন্তু আমার মতে, হোপ ইজ আ ডেঞ্জেরাস থিং। এটা একজন মানুষকে কনডেম সেলের ভিতর আটকে থাকার মত অসহায়ত্বের মানসিক কষ্ট দেয়, যেটা তার মগজের অভ্যন্তরীন নিউরনগুলোকে উত্তেজিত করে তুলে একটা ভয়ংকর সুন্দর কষ্টের মধ্যে ফেলে দেয়। কিন্তু আশাহত হওয়াটা আবার অনেক খারাপ কিছু তাও নয়। যদিও এটা মনে প্রচুর পীড়া দেয়, তবুও এটা মানুষকে বাস্তবতা উপলব্ধি করতে শেখায়। তবে আমার মতো একজন ইম্যাচিউরড হাসি-খুশি ছেলের জন্য আশাহত হওয়াটা তার প্রেমিকার হাসিতে আনন্দিত হওয়ার মতো সুখের সমানুপাতিক হারে কষ্ট পাওয়ার মত। যদিও আমার কোনো প্রেমিকা নেই, তবুও কল্পনার রাজ্যে যাকে প্রেয়সীর সম্মান দিয়ে রাখি তার আদলে এই চিন্তাটা। তারপরেও মনে হয় আশা করা উচিত, রাখা উচিত বা রাখতে হয়। যখন ক্যান্সারে আক্রান্ত মা বেশিদিন বাঁচবে না জেনেও চিকিৎসকের মিথ্যা আশ্বাস বা স্রষ্টার উপর ভরসা করে আশা করি মা বাঁচবে, অনেকদিন অনেকদিন বাঁচবে তখন সেটা মনের নরম দেয়ালটাকে কষ্টের জন্য প্রতিরোধ্য হতে আরেকটু দৃঢ় করে তোলে নিজেকে। এভাবে মনের শান্তি পাওয়াটাও তো নেহাতই কম কিছু নয়। যাইহোক আশা রাখা ভালো না খারাপ, সেটা আপেক্ষিক একটা ব্যাপার। আমার মতো অজ্ঞের মত দিয়ে কি তা বিচার করা যায়?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

২০২৪ একুশে বইমেলায় আমার নতুন বই ( কনকচাঁপা দোদুল দোল) প্রকাশ ( আপডেট, ১৬ ফেব্রুয়ারী) )

অমর  একুশে বইমেলা ২০২৪ ( সোহরাওয়ার্দী উদ্যান) এ আমার  কবিতার বই প্রকাশ পেয়েছে । আমার লেখক আইডি - মোঃ আরিফ

নিন্দুক। সুমাইয়া আক্তার বৃষ্টি

আমাদের সমাজে বিচিত্র কিছু মানুষ রয়েছে। যারা অন্যের ভালো কিছুতেই দেখতে পারে না। কেউ যদি খারাপ পথ থেকে নিজেকে ফিরিয়ে
কনফেডারেশনঃ বিভক্ত মার্কিনীরা

কনফেডারেশনঃ বিভক্ত মার্কিনীরা

কনফেডারেশন শব্দটি মার্কিন যুক্তরাষ্ট্রের কারও কাছে স্বর্গের মত আবার কারও কাছে নরকের চেয়েও খারাপ। এখন কথা হচ্ছে, কেন আমি কনফেডারেশন

রোযার অনুশীলন

ইসলাম ধর্মের সর্বোত্তম ইবাদত হলো সিয়াম যাকে বাংলায় রোযা বলা হয়। আর এ-ই রোযার অনুশীলন মোট ছ'টি। সেহরীর শেষ সময়সীমা

One Reply to “আশা”

Leave a Reply