আশা

play icon Listen to this article
1

আচ্ছা! মানুষ আশাহত হয় কেন? এত আশাই বা করে কেন অন্যের কাছ থেকে কিংবা মানুষ কেন অন্য একজন নৃকে কেনই বা মিথ্যা আশ্বাস দেয়? এত প্রশ্নের বেড়াজালে তৈরী হওয়া ধুম্রজালের মধ্যে দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার একটি উক্তি মনে পড়ে, সিনেমাটিতে টিম রবিন্স মর্গান ফ্রিম্যানকে বলেছিল, “রিমেম্বার রেড, হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিং, এন্ড নো গুড থিং এভার ডাইস!”. এখানে অন্যের কাছে আশা করার কথা বলা হয়নাই যদিও কিন্তু আমার মতে, হোপ ইজ আ ডেঞ্জেরাস থিং। এটা একজন মানুষকে কনডেম সেলের ভিতর আটকে থাকার মত অসহায়ত্বের মানসিক কষ্ট দেয়, যেটা তার মগজের অভ্যন্তরীন নিউরনগুলোকে উত্তেজিত করে তুলে একটা ভয়ংকর সুন্দর কষ্টের মধ্যে ফেলে দেয়। কিন্তু আশাহত হওয়াটা আবার অনেক খারাপ কিছু তাও নয়। যদিও এটা মনে প্রচুর পীড়া দেয়, তবুও এটা মানুষকে বাস্তবতা উপলব্ধি করতে শেখায়। তবে আমার মতো একজন ইম্যাচিউরড হাসি-খুশি ছেলের জন্য আশাহত হওয়াটা তার প্রেমিকার হাসিতে আনন্দিত হওয়ার মতো সুখের সমানুপাতিক হারে কষ্ট পাওয়ার মত। যদিও আমার কোনো প্রেমিকা নেই, তবুও কল্পনার রাজ্যে যাকে প্রেয়সীর সম্মান দিয়ে রাখি তার আদলে এই চিন্তাটা। তারপরেও মনে হয় আশা করা উচিত, রাখা উচিত বা রাখতে হয়। যখন ক্যান্সারে আক্রান্ত মা বেশিদিন বাঁচবে না জেনেও চিকিৎসকের মিথ্যা আশ্বাস বা স্রষ্টার উপর ভরসা করে আশা করি মা বাঁচবে, অনেকদিন অনেকদিন বাঁচবে তখন সেটা মনের নরম দেয়ালটাকে কষ্টের জন্য প্রতিরোধ্য হতে আরেকটু দৃঢ় করে তোলে নিজেকে। এভাবে মনের শান্তি পাওয়াটাও তো নেহাতই কম কিছু নয়। যাইহোক আশা রাখা ভালো না খারাপ, সেটা আপেক্ষিক একটা ব্যাপার। আমার মতো অজ্ঞের মত দিয়ে কি তা বিচার করা যায়?

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রোযার অনুশীলন

ইসলাম ধর্মের সর্বোত্তম ইবাদত হলো সিয়াম যাকে বাংলায় রোযা বলা হয়। আর এ-ই রোযার অনুশীলন মোট ছ'টি। সেহরীর শেষ সময়সীমা

জীবনের দর্শন

যদি আমি কারো আচরণে সত্যিই কষ্ট পেয়ে থাকি,তাহলে আমার উচিত তার মতো আচরণ না করা।সে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, তার
images 5

আমাকে দিয়ে হবে না !

আমাকে দিয়ে হবে না ,আমি পারবোনা, এই কাজ খুব কঠিন, আমার এই কাজ ভালো লাগে না! কিংবা আমি এইটা পারি,

বর্তমান প্রজন্মের অবক্ষয়

পৃথিবী সৃষ্টির পর নানা বিপর্যয় নানা আবর্তন বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল মানব জাতির। তারপর কেটে গেছে যুগের পর যুগ। এখন

One Reply to “আশা”

Leave a Reply