তোমাকে প্রথম কে ভালবেসেছিল? আসিফ।তোমাকে আজ কে ভালবাসে? আসিফ।সেই আসিফকে তুমি ভালবাস? না,আসিফকে তুমি ভালবাসনা।আসিফকে তুমি ঘৃণা কর। কারন, আসিফের মাথায় চুল নাই।
আসিফ সিদ্ধান্ত নিয়েছি সে একদিন ভেনিস যাবে চুল আনতে। সেখানে যেতে যত টাকাই লাগুক সে সেখানে যাবে। গিয়ে সবচেয়ে উন্নত মানের চুল আনবে।আর সে চুল আনলে নিশ্চয়ই তুমি তাকে ভালবাসবে।তখন তার আনন্দের কোন সীমা থাকবেনা।
এখন আসিফ ভাবছে সে সেখানে কেমন করে যাবে। এজন্য সে গাছ কাটছে, মাছ কাটছে, ধান বাটছে, যা ইচ্ছা তা করছে, এমন কি আনমনে হাসছে । তবু তার সেখানে যাওয়া চাই।কেউ একজন বলেছে সেখানে নাকি দিনে দুপুরে ডাকাতি হয়।ডাকাতরা নাকি সবকিছু তাদের নিজের থলিতে ভরে নিয়ে যায়। তবু আসিফ যাবে, সে যেভাবেই হোক ডাকাত’ পারাজিত করবে। সেখানে নাকি এক বড় সাপুড়ে আছে সারাক্ষণ সাপ খেলা দেখায়। সাপ খেলার ছলে সে মানুষকে ধোকা দিয়ে সবকিছু কেড়ে নেয়। আসিফ তারপরও সেখানে যাবে। সে যেভাবেই হোক সাপুড়েকে ধোকা দিবে।
আসিফ যদি সেখানে যায় তার মা নাকি তাকে আর নাম আসিফ বলে ডাকবেনা।তার আসিফ নাম দেওয়া তার বাবার।তার বাবা নাকি সেখানে মারা গেছে। আসিফ ভাবছে যে যাই বলুক, আসিফ সেখানে যাবে।কারন, সেখানে না গেলে তার ভাল লাগবেনা।
আসিফের আরো এক নাম আছে আবিফ।সে ভাবছে সে তার সে নাম লুকিয়ে যাবে। কারন, সে নাম না লুকালে যদি কিছু হয়।
এই যে আসিফের এত প্রচেষ্টা যে প্রচেষ্টার কোন শেষ নেই, তুমি তাকে কি দেবে বল। তুমি তাকে কিছু না দিলে তার কি মরে যাওয়া ঠিক নয়?
