0
“কবরে মানুষ কি করে?” “কবরে মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, সে শুধু ভাবে, ‘আমার আর কিছু’ দরকার নাই, আর কিছু’ দরকার নাই’।” “আজ আমার এ অবস্থা- আজ আমার আর কোন কিছুর দরকার নাই।” “কেন?” “আজ আমি তোমাকে পেয়েছি।” “তাহলে?” “তোমাকে এমন করে চাই যে চাওয়ার কোন শেষ নেই।” “তাহলে?” “তুমি কি বলে দিতে পার সে চাওয়া কবে লাগামহীন চাওয়ায় পরিণত হবে?”
জানি তুমি কোনদিনই সে কথা বলতে পারবেনা। তাইতো আমি পথে পথে হাঁটি, বিরহের গান গাই, তোমাকে নতুন নতুন নামে ডাকি।তুমি যদি সে কথা বলতে পারতে তুমি হতে আমার গানের নতুন এক পাখি।তুমি সে কথা বলতে পারছনা, তাইতো তুমি আমার গানের কোন পাখি নয়।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম

0