0
“সেদিনের কথা মনে পড়ে যেদিন তুমি আমার ছিলে? আমাকে দেখলে হো হো করে হেসে উঠতে, আমার গান গাইতে, আমাকে নিয়ে গল্প করতে, কেউ যদি আমাকে বলত ‘ঐ তুই গান গাসনা’ তাহলে তুমি বলতে ‘ও হল গানের পাখি’।” ” জানি মনে পড়েনা।”তাইতো তুমি আনমনে হাস, নতুন গান গাও, নতুন নতুন স্বপ্ন দেখ,তোমাকে কেউ কিছু বললে তার ধার ধারনা।”কিন্তু এভাবে চললে কি হবে? তোমাকে আবার সেদিনে ফিরে যেতে হবে।” “সেদিনে ফিরে না গেলে কি হবে? আকাশে ফুল ফুটবেনা, নদীতে ঝড় বইবেনা, কোন তারা রঙের কথা শোনাবেনা, তুমি শুধু হাসবে আর হাসবে তোমাকে কেউ দেখবেনা।” কাজেই তোমাকে কি করতে হবে? আকাশে ফুল ফুটবার ……… জন্য সেদিনে ফিরে যেতে হবে; আকাশে ফুল না ফুটলে কি হয়?
আরো পড়ুন-

0