0
আমি চাই তুমি হাস, গাও, ছবি আঁক, নতুন নতুন নাম নাও; আমাকে দেখলে জড়িয়ে ধর।কিন্তু তুমি কিছুই করনা।কিছু’ করনা কেন? তুমি আমাকে ভালবাসনা। যদি এমন হত, এমন একটি দিন যদি আসত, তুমি আমাকে ভালবেসেছ। সে দিন আসলে কি হত? “তুমি আমাকে জড়িয়ে ধরতে, আমি শুধু লাফাতাম। তুমি বলতে এই তোমার কি হয়েছে? আমি বলতাম, তুমি আমাকে জড়িয়ে ধরেছ….!” তুমি আরও ভাল করে জড়িয়ে ধরতে, আমি আরও বেশি করে লাফ দিতাম ।তখন তুমি কি বলতে ? “তুমি বলতে, এত বেশি লাফ দিতে নেই ; আমি বলতাম, লাফ না দিলে ভালবাসা তার ভালাবাসার নামই খুঁজে পায়না।” তখন কি হত? “এমনি করে দিন যেত আর ভালবাসা তার ভালাবাসার সেই নাম খুঁজে পেত।
ভালবাসা কি ভালবাসার _ নাম খুঁজে পাবে? “অবশই পাবে, তানাহলে তুমি আজ আমার কেন এত আপন।”
আরো পড়ুন-
- স্যামন মাছের উপকারিতা
- মোবাইল ঘড়ির দাম
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান
- উপাত্ত কাকে বলে?
- ছোট গল্প লেখার নিয়ম
0