0
তোমার চোখের দিকে তাকানো যায়না, মনে হয় আমি মরে গেছি। অথচ আজ তুমি একবারও আমার চোখের দিকে তাকালেনা, তাহলে আমি কেমন করে মরব? তুমি আমাকে একবার বল বাউসিয়া দ্বীপ যাবে কিনা কারণ আমি সেখানে মরতে চাই; তুমি যদি একবার আমার দিকে তাকাও সে মরণ হবে হাজার মরণ; এমন মরণ কে না মরতে চায়? শুনেছি রঙ্গবালা দ্বীপালি মরেছে দশ হাজার বার আমি মরতে চাই অন্ত এক কোটি বার।এক কোটি বার না মরলে যে সে মরণ কোন মরণ হবেনা।কে কতবার মরল তা জানতে চাইনা শুধু আমি মরতে পারলেই হল।
0