যুদ্ধের ময়দানে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর হল গোলাপ ফুল। আজ সেটি ফুটলনা।তার মানে – আজ কোন যুদ্ধ হয়নি।এমন একটি যুদ্ধ কেন হল যেখানে কোন ফুল ফোটেনি?
তুমি আমাকে সেই কথাটি বল যে কথাটি সবচেয়ে সুন্দর। সেটি বললে আমি তোমাকে ভালবাসি বলব, আর ফুটে যাবে হাজার হাজার গোলাপ ফুল।
তুমি কি গোলাপ ফুল পছন্দ করনা? অবশ্যই কর।কাজেই তাড়াতাড়ি সেই কথাটি বল।
সেই কথাটি না বললে কি হবে? পাপ হবে। সেই পাপের আগুনে পুড়ে মারা যাবে পৃথিবীর যত মহিয়সী নারী পুরুষ। কাজেই তুমি আমাকে সেই কথাটি যত দ্রুত সম্ভব বল।
সেই কথা’ না বলে কেউ কি বেঁচেছে? না বাঁচেনি;অ্যান্টনি ও ক্লিওপেট্রা দিনে অন্তত একশ’ বার সেই কথাটি বলত। কাজেই তুমি আমাকে যত দ্রুত সম্ভব সেই কথাটি বল।
এই পৃথিবী কার, এমন কেউ আছে যে দাবী করতে পারবে এই পৃথিবী আমার? না।তুমি আমাকে সেই কথাটি বল আমি এক পলকে দাবি করব এই পৃথিবী আমার, শুধু আমার।
আর যাই কর ঘাস খেয়োনা।ঘাস খেলে মানুষ গরু বলে। আমি তোমাকে সকল ঘাস খাওয়া থেকে মুক্তি দিয়ে দেব তুমি আমাকে সেই কথাটি বল।
হংস জলে চরে কেন? হংসীর জন্য, সে ঘন্টার পর ঘন্টা শুধু চরতেই থাকে। আমি চরি শুধু তোমার জন্য তুমি আমাকে সেই কথাটি বল।
