0
আল কোরআনের প্রতীক
আফছানা খানম অথৈ
মা আমেনার গর্ভেতে
জন্ম নিলো এক মহামানবের,
নাম হলো তার মুহাম্মদ রাসুল
আসলো ভবের দুনিয়াতে,
দ্বীনের আলো কলেমার দাওয়াত
দিলেন সবার মাঝেতে।
কলেমা সত্য ইসলাম সত্য
সত্য আল কোরআন,
দ্বীনের পথে এসো
হে মুমিন মুসলমান।
মূর্তিপূজা শিরকপূজা
সবই ইসলাম পরিপন্থী,
এসব বেদাত মানবে যারা
জাহান্নামী হবে তারা।
এক আল্লাহ সর্বেসর্বা
নাই যার কোন তুলোনা,
মনে প্রাণে বিশ্বাস কর
তাঁর সকল ফর্মুলা।
আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসুল
ন্যায়নীতির প্রতীক,
জীবন বাজি রেখে তিনি
কায়েম করলেন আল কোরআনের প্রতীক।
0