কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

0

আল কোরআনের প্রতীক

আফছানা খানম অথৈ

মা আমেনার গর্ভেতে
জন্ম নিলো এক মহামানবের,
নাম হলো তার মুহাম্মদ রাসুল
আসলো ভবের দুনিয়াতে,
দ্বীনের আলো কলেমার দাওয়াত
দিলেন সবার মাঝেতে।
কলেমা সত্য ইসলাম সত্য
সত্য আল কোরআন,
দ্বীনের পথে এসো
হে মুমিন মুসলমান।
মূর্তিপূজা শিরকপূজা
সবই ইসলাম পরিপন্থী,
এসব বেদাত মানবে যারা
জাহান্নামী হবে তারা।
এক আল্লাহ সর্বেসর্বা
নাই যার কোন তুলোনা,
মনে প্রাণে বিশ্বাস কর
তাঁর সকল ফর্মুলা।
আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসুল
ন্যায়নীতির প্রতীক,
জীবন বাজি রেখে তিনি
কায়েম করলেন আল কোরআনের প্রতীক।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply