কবিতা কেউ দেখে না আফছানা খানম অথৈ

0

কেউ দেখে না

আফছানা খানম অথৈ

কেউ দেখে না ফিরে
গরীব দু:খীর দিকে।
কত দিন কত রাত
কাটে তাদের উপবাস।
ফুটপাতে আর রেলভিডে
কত শিশু না খেয়ে থাকে।
কেউ রাখে না তাদের খবর
কিভাবে কাটে দুখী জীবন।
সারাদিন ঘুরে বেড়ায়
কত পথ প্রান্তর।
একটা টাকা ভিক্ষার জন্য
ঘুরে লোকের দুয়ারে।
কেউ দেয়, কেউ দেয় না
তাড়িয়ে দেয় ঘৃণাভরে।
কারো গায়ে ছেঁড়া জামা
কারো গায়ে নেই।
হন্যে হয়ে ছুটছে তারা
খাবার পাবে কই?
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
সহ্য করা দায়।
বাধ্য হয়ে ময়লা আর ডাস্টবিনে
পড়ে থাকা খাদ্য তারা খাই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply