কবিতা কেউ দেখে না আফছানা খানম অথৈ

0

কেউ দেখে না

আফছানা খানম অথৈ

কেউ দেখে না ফিরে
গরীব দু:খীর দিকে।
কত দিন কত রাত
কাটে তাদের উপবাস।
ফুটপাতে আর রেলভিডে
কত শিশু না খেয়ে থাকে।
কেউ রাখে না তাদের খবর
কিভাবে কাটে দুখী জীবন।
সারাদিন ঘুরে বেড়ায়
কত পথ প্রান্তর।
একটা টাকা ভিক্ষার জন্য
ঘুরে লোকের দুয়ারে।
কেউ দেয়, কেউ দেয় না
তাড়িয়ে দেয় ঘৃণাভরে।
কারো গায়ে ছেঁড়া জামা
কারো গায়ে নেই।
হন্যে হয়ে ছুটছে তারা
খাবার পাবে কই?
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
সহ্য করা দায়।
বাধ্য হয়ে ময়লা আর ডাস্টবিনে
পড়ে থাকা খাদ্য তারা খাই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply