0
কেউ দেখে না
আফছানা খানম অথৈ
কেউ দেখে না ফিরে
গরীব দু:খীর দিকে।
কত দিন কত রাত
কাটে তাদের উপবাস।
ফুটপাতে আর রেলভিডে
কত শিশু না খেয়ে থাকে।
কেউ রাখে না তাদের খবর
কিভাবে কাটে দুখী জীবন।
সারাদিন ঘুরে বেড়ায়
কত পথ প্রান্তর।
একটা টাকা ভিক্ষার জন্য
ঘুরে লোকের দুয়ারে।
কেউ দেয়, কেউ দেয় না
তাড়িয়ে দেয় ঘৃণাভরে।
কারো গায়ে ছেঁড়া জামা
কারো গায়ে নেই।
হন্যে হয়ে ছুটছে তারা
খাবার পাবে কই?
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
সহ্য করা দায়।
বাধ্য হয়ে ময়লা আর ডাস্টবিনে
পড়ে থাকা খাদ্য তারা খাই।

0