কবিতা দাজ্জাল আফছানা খানম অথৈ

0

দাজ্জাল

আফছানা খানম অথৈ

কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে
নিজেকে খোদা বলে দাবি করবে,
কাফের মুনাফিক যাবে তার দলে
ঈমানদার মুমিন মুখ ফিরিয়ে নেবে।

দাজ্জালের থাকবে এক চোখ
কপালে থাকবে কাফের লেখা,
ক্ষমতা থাকবে ব্যাপক
দেখাবে কিছু আজব খেলা।

মৃতকে জীবিত করবে
জীবিতকে করবে মৃত
অভাবীকে রিযিক দেবে
কিছু সময়ের জন্য।

ঈমানদারের ইমান নেবে
বানাবে তার অনুসারী,
ছলে বলে কৌশলে
করবে জাহান্নামী।

দিনে দিনে ভারী হবে
তার দলের লোক,
কিছুকাল করবে রাজত্ব
তারপর হবে তার ধ্বংস।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply