0
দাজ্জাল
আফছানা খানম অথৈ
কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে
নিজেকে খোদা বলে দাবি করবে,
কাফের মুনাফিক যাবে তার দলে
ঈমানদার মুমিন মুখ ফিরিয়ে নেবে।
দাজ্জালের থাকবে এক চোখ
কপালে থাকবে কাফের লেখা,
ক্ষমতা থাকবে ব্যাপক
দেখাবে কিছু আজব খেলা।
মৃতকে জীবিত করবে
জীবিতকে করবে মৃত
অভাবীকে রিযিক দেবে
কিছু সময়ের জন্য।
ঈমানদারের ইমান নেবে
বানাবে তার অনুসারী,
ছলে বলে কৌশলে
করবে জাহান্নামী।
দিনে দিনে ভারী হবে
তার দলের লোক,
কিছুকাল করবে রাজত্ব
তারপর হবে তার ধ্বংস।
0