কবিতা দাজ্জাল আফছানা খানম অথৈ

0

দাজ্জাল

আফছানা খানম অথৈ

কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে
নিজেকে খোদা বলে দাবি করবে,
কাফের মুনাফিক যাবে তার দলে
ঈমানদার মুমিন মুখ ফিরিয়ে নেবে।

দাজ্জালের থাকবে এক চোখ
কপালে থাকবে কাফের লেখা,
ক্ষমতা থাকবে ব্যাপক
দেখাবে কিছু আজব খেলা।

মৃতকে জীবিত করবে
জীবিতকে করবে মৃত
অভাবীকে রিযিক দেবে
কিছু সময়ের জন্য।

ঈমানদারের ইমান নেবে
বানাবে তার অনুসারী,
ছলে বলে কৌশলে
করবে জাহান্নামী।

দিনে দিনে ভারী হবে
তার দলের লোক,
কিছুকাল করবে রাজত্ব
তারপর হবে তার ধ্বংস।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

Leave a Reply