0
গলায় যদি কাঁটা বিঁধে তাহলে মানুষ কি করে? শুধু খক্ খক্ করে। খক্ খক্ করার পরও যদি না যায়? পানি খায়।পানি খাওয়ার পরও যদি না যায়? ডাক্তার এর কাছে যায়।ডাক্তার এর কাছে যাওয়ার পরও যদি ভাল না হয়? সে শুধু পানি খায়।-পানি খাওয়ার পরও যদি ভাল না হয়? সে আল্লাহর ভরসায় থাকে। আল্লাহর ভরসায়ও যদি কোন কাজ না হয়? তাহলে সে শেষ পর্যন্ত মারা যায়।
তাহলে আমাদের কি করতে হবে? গলায় কাঁটা প্রবেশ করার আগে চিন্তা করতে হবে; চিন্তা করতে হবে যে গলায় যদি একবার কাঁটা বিঁধে তাহলে তা আর সারানো সম্ভব নয়। তাহলে? সবার আগে গলার _ আসল কাঁটা সারাতে হবে।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0