0
তোমার চোখের দিকে তাকানো যায়না।অথচ সেই চোখ আজ আমাকে বলছে, আমি তোমাকে ভালবাসিনা।কে তোমার চোখের এ অবস্থা করেছে আমাকে বল, আমি আজই তাকে শেষ করে ফেলব।শেষ করতে হবেনা, আমার চোখের এ অবস্থা করেছে কোন এক কাউয়া। সেই কাউয়া আমি শেষ করে ফেলব। কাউয়া শেষ করবে, কাউয়া পাবে কোথায়! তাহলে? তুমি আমাকে শুধু ভালবাসলেই হল।”আচ্ছা ঠিক আছে, এখন থেকে শুধু ভালবাসব।”এই ভালবাসা আগে কেন দাওনি?” “আগে তো চোখে ঠোঁট মারেনি।” “তাহলে কাউয়া যেন প্রতিক্ষণ’ ঠোঁট মারে।” আমিও চাই কাউয়া প্রতিক্ষণ ঠোঁট মারুক্। “কাউয়া ঠোঁট মারলে কি হবে?” ভালবাসা এমন এক ভালবাসায় পরিণত হবে যে ভালবাসার কোন শেষ নেই। ”
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0