0
পূর্ব পাড়ার যে লোকটি কানা ছিল সে আজ মারা গেছে? মারা যাওয়ার সময় বলে গেছে, আমি কানা ছিলাম এ নিয়ে তোমরা দুঃখ কোরোনা, কানা কোন বিষয় নয়।তাকে কেউ কখনও কানা বললে হো হো করে হেসে উঠতেন।একদিন এক লোক তার চোখে আঙুল দিয়ে বলে, এই যে তুই কানা! সে বলে, তোর কারনেই তো কানা হয়েছি।লোকটি বলল, কেমন করে? “এই যে তুই আমার দিকে চেয়ে আছিস এটাই কানা।”
তার মৃত্যুতে বিশাল শোক! সবাই শুধু হা হা করছে! সবাই বলছে এমন লোক কখনও আসবেনা, সে একটা জীবন্ত অগ্নিগিরি ছিল।তাহলে আমরা কি কানা হব? আমাদের মনে হয় কানাই হওয়া দরকার। কানা না হলে কানার অন্তঃ কথা বুঝব কি করে? তাহলে? সবাই চল কানা হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ি।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম

0