0
কবিদের কি করতে নেই?
কবিদের কাঁদতে নেই।
কাঁদলে কি হয়?
কবিদের কবিতা হয়না।
তাহলে আজ আমি যে কবিতা’ লিখলাম?
সেটি কবিতা হয়নি, কারন, সেটি লেখার সময় আমার কান্না পাচ্ছিল।
তাহলে?
এমন কবিতা লিখতে হবে যে কবিতায় কোন কান্নার শব্দ নেই।
তাহলে?
“এমন কোন কবিতা কি আছে?”
আরো পড়ুন-
- প্রবন্ধ রচনা লেখার নিয়ম
- গ্লুকোজ জাতীয় খাবার কি কি
- কাঁকন এর সমার্থক শব্দ
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- চর্যাপদের সমাজচিত্র পরিচয়

0