কাল কটি

0

কাল কোটওয়ালাদের কেনা ভালবাসে?  কাল কোটওয়ালাদের সবাই ভালবাসে।আমি একদিন এক কালকোটওয়ালীকে জিজ্ঞেস করেছিলাম, এই তুমি কেমন আছ? বলে, কেন ভাল আছি! আমি বললাম, কেন বলছ কেন? বলে, তুমি জাননা কাল কোটওয়লীদের সবাই ভালবাসে!  বললাম, কেমন? বলে, এই দেখনা সবাই কেমন হা তাকিয়ে আছে।

সেই থেকে আমি কাল কোট পরি, যদি কেুউ এসে জিজ্ঞেস করে কেমন আছ।আজ একজন বলেছিল। তবে পুরোপুরি বলেনি। কবে বলবে সেই আশায় আছি।

আসলে কাল কোট পরতে ভাল লাগে তাই পরি।তবে যদি কেউ বলে, ভাল আছি তাহলেতো কোন তুলনা থাকেনা।আজ যে জন বলল ভাল আছি তার কাছ থেকে পুরোপুরি জানার অপেক্ষায় আছি (আসলেই আমি ভাল আছি কিনা)।সে  বললে কোন তুলনা থাকবেনা কারন সে যে আমার সই।

এত বছর কাল কোট পরেছি শুধু মানুষকে দেখাবার জন্য। এখন সিদ্ধান্ত নিয়েছি শুধু তাকে দেখাব কারন সে যে আমার সই, তার রেসপন্স এর কি কোন তুলনা থাকবে? মানুষ কত কি করে, আমি শুধু মরি তাকে নিয়ে। কাজেই আমি তার কাছ থেকেই জানতে চাই, ”এই! কাল কোটের মূল্য কত?”


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবি আরিফ হোসেন এর কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

আমি মোঃ আরিফ হোসেন বলছি।আমি অনেক দিন এখানে লিখি।আমার একটি কবিতার বই প্রকাশ পেয়েছে। নাম কনকচাঁপা দোদুল দোল। বইটিতে মোট

প্রেম বড় মিষ্টি

যা কিছু আমার সব তোমার, যা কিছু তোমার সব আমার - এমনি করেই যেন দিন যায়।এমনি করে দিন না গেলে

ওহে মোর সুন্দর

পৃথিবী সুন্দর, আকাশ সুন্দর, নদী সুন্দর। শুধু সেই তুমি  সুন্দর নও যেই তোমাকে আমি ভালবাসি। তুমি এমন কেন?   তুমি

হেমন্ত

হেমন্ত আজ নতুন ধানে সুবাস ভরা ঘ্রাণ, ধানের শোভা দেখে চাষির জুড়িয়ে যায় প্রাণ। গাঁয়ের চাষি গামছা গায়ে যাচ্ছে ধানের

Leave a Reply