কাল কোটওয়ালাদের কেনা ভালবাসে? কাল কোটওয়ালাদের সবাই ভালবাসে।আমি একদিন এক কালকোটওয়ালীকে জিজ্ঞেস করেছিলাম, এই তুমি কেমন আছ? বলে, কেন ভাল আছি! আমি বললাম, কেন বলছ কেন? বলে, তুমি জাননা কাল কোটওয়লীদের সবাই ভালবাসে! বললাম, কেমন? বলে, এই দেখনা সবাই কেমন হা তাকিয়ে আছে।
সেই থেকে আমি কাল কোট পরি, যদি কেুউ এসে জিজ্ঞেস করে কেমন আছ।আজ একজন বলেছিল। তবে পুরোপুরি বলেনি। কবে বলবে সেই আশায় আছি।
আসলে কাল কোট পরতে ভাল লাগে তাই পরি।তবে যদি কেউ বলে, ভাল আছি তাহলেতো কোন তুলনা থাকেনা।আজ যে জন বলল ভাল আছি তার কাছ থেকে পুরোপুরি জানার অপেক্ষায় আছি (আসলেই আমি ভাল আছি কিনা)।সে বললে কোন তুলনা থাকবেনা কারন সে যে আমার সই।
এত বছর কাল কোট পরেছি শুধু মানুষকে দেখাবার জন্য। এখন সিদ্ধান্ত নিয়েছি শুধু তাকে দেখাব কারন সে যে আমার সই, তার রেসপন্স এর কি কোন তুলনা থাকবে? মানুষ কত কি করে, আমি শুধু মরি তাকে নিয়ে। কাজেই আমি তার কাছ থেকেই জানতে চাই, ”এই! কাল কোটের মূল্য কত?”