0
কিনবে বধূ শাড়ি
মোঃ রুহুল আমিন
সোনালী ধান ঘরে তুলতে
কৃষক কাটে ধান,
খুশির হাঁসি—-মুখে নিয়ে
গাহে কৃষক গান
ধান রোপণে কৃষক মাঠে
ঝরায় গায়ের ঘাম,
পাকা ধানে প্রাণ জুড়িয়ে
পেয়েছে তার দাম।
শিশির ভেজা সোনালী ধান
দেখে মনটা ভরে,
ধান কেটে যে নাওয়ে ভরে
তোলে কৃষক ঘরে।
উঠান কোণে ধান দেখে যে
তাই কৃষাণি হাসে,
পাকা ধানে কৃষক বাড়ি
মুগ্ধ রয় সু’বাসে।
নতুন ধানে ভরবে গোলা
কিনবে বধূ শাড়ি,
নতুন ধানের পিঠা পায়েস
থাকবে বাড়ি বাড়ি।

0
ভালো লিখেছেন কবি