0
কুকুরটি যদি না লাফ দিত আমি তাকে দেখতাম না।সে আমাকে পেছন থেকে গুলি মারত।তাইতো কুকুরটি’ আমি ভালবাসি। এখন যেখানেই যাই কুকুরটি সাথে নিয়ে যাই।তাকে এটা সেটা দেই, সে খায়; আমি যা বলি তা শোনে। কুকুরটি যদি কিছু ভাল না লাগে কাছে ডাকি।
আমার কেবলই মনে হয় এমন একটি কুকুর যদি আবার জন্ম নিত।আবার জন্ম নিলে কি হত? দেশে কোন কুকুর থাকতনা।তাহলে? সব আজ কুকুর।
এ কুকুরদের শাস্তি কি হবে?
এ কুকুরদের যদি কাঁপলার লাঠি দিয়ে পেটানো যেত, তাহলে? অনেক ভাল হত।কিন্তু? এমন একটি কাঁপলার লাঠি কী আছে!
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0