গরীবকে ভালবাসে রায়বাহাদুর থাপা

0

The rich are not happy.কে বলেছেন?  জয়নন্দিতা রায়।তিনি ঠিকই বলেছেন। আজ এক ধনীকে দেখলাম পাতা কুড়াতে। তার নাকি পাতার অভাব।পাতার অভাবে নাকি তার রান্না হয়না।

একদিন এক লোক পথের পাশ দিয়ে যাচ্ছে। সে সেখান থেকে একটি ফুল ছিঁড়ল।সবাই বলল কেন? সে বলল, এটা আমার লাগবে।

একদিন এক ধনীকে দেখলাম নদীর ধারে বড় বোয়াল মাছ নিয়ে যেতে। সে এটা নদীতে ফেলবে।সেটা দেখে যদি নতুন মাছ আসে।

ধনীরা আসলে সুখী নয় কেন? ধনীরা গরীবকে ভালবাসেনা এজন্য। গরীবকে যদি ভালবাসত তারা ঠিকই সুখে থাকত।একদিন এক ধনী গরীবকে পিটাচ্ছিল।পরের দিনই তার তিনটি জ্বর হল।সবাই বলল, ঐ গরীবকে পিটানোর জন্য। একজন তো বলেই ফেলল, গরীবকে পিটালে একদিনও সুখে থাকা যায়না। আসলে তার কি হয়েছিল সেটা আল্লাহ মালুম।আল্লাহ নাকি গরীবের উপর অত্যাচার একদম সহ্য করেননা।

একদিন এক গরীব রাস্তা দিয়ে যাচ্ছে। এক ধনী এসে তাকে সালাম দিল।সে বলল, তুমি আমাকে সালাম দিয়েছ কেন? সে বলে, তুমি গরীব তাই।পরের দিন তার তিনটা বাচ্চা হল।সব নাকি আল্লাহর ইচ্ছাতেই।

এই যে এ পৃথিবী এটা কার সৃষ্টি?  গরীবের সৃষ্টি। তিনি যদি গরীব না হতেন তিনি কি এটা সৃষ্টি করতেন?

জগতে যত কিছু আছে সবচেয়ে সুন্দর কি?  ফুল। সেটা কে সৃষ্টি করেছেন?  ঈশ্বর। কেন তিনি সেটা সৃষ্টি করেছেন?  কিছুক্ষণ তার সাধনা করবে বলে।

আকাশ যদি আকাশ না হত? পাতাল হয়ে যেত।সেই পাতাল’ আকাশ রাখছেন কে? ঈশ্বর।

তুমি যে আমাকে ভালবাস তার কারন কি? আমার বুকের মাঝখানে একটি নদী আছে। সে নদীতে কত পানি  বয়।সে পানির মালিক কে? ঈশ্বর।

ধর তুমি আর আমি আর এ পৃথিবীতে নেই, আমরা চলে গেছি অন্য পৃথিবীতে। সে পৃথিবীতে যদি পানি না থাকে আমরা বাঁচতে পারব? না।সে পানির মালিক কে?  ঈশ্বর।

তাহলে সবকিছুর মালিক কে? ঈশ্বর।  সেই ঈশ্বরের কাজ কি? মানুষের সেবা করা।আমরা কি মানুষের সেবা করি?  না। তাহলে ঈশ্বরের সেবা  হবে?  না।

তাহলে -গরীবকে ভালবাসতে হবে । গরীবকে ভালবাসার মধ্যেই যে শান্তি লুকায়িত।গরীবকে ভালবেসেছিলেন বলেই দাদা দাদা ছিলেন, বাবা বাবা ছিলেন, প্রপিতামহ প্রপিতামহ ছিলেন।গরীব যে ঈশ্বরের বিশেষ দান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

2 Replies to “গরীবকে ভালবাসে রায়বাহাদুর থাপা”

Leave a Reply