0
যদি এমন হয় কোন একদিন তুমি দেখলে যে গলাপটি তুমি ভালবাসতে সে গোলাপ’ আর গোলাপ নেই তখন তুমি কি করবে? হতাশায় পুড়বে; এ গোলাপ দিয়ে আমি কি করব যে গোলাপ গোলাপ নয়!
তাহলে?
তোমার একটি সুন্দর গোলাপ দরকার।
সে গোলাপ আছে কোথায়? সে গোলাপ আছে কাশ্মীরের পথের ধারে নীল উপত্যকায়।
এবার বল তুমি সেখানে যাবে কিনা?
অবশ্যই যাব? তানাহলে আমার চলবে কি করে!
এতক্ষণে তুমি একটি অসাধারণ গোলাপের সন্ধান পেয়েছ।
এবার বল সে গোলাপ দিয়ে তুমি কি করবে?
আমার কামরা সাজাব।
সে কামরায় কি কি আছে?
খাট আছে, পালং আছে, সুন্দর আলনা আছে, স্বর্ণের জ্যাকেট আছে; সবচেয়ে বেশি আছে লাল নীল বাততি
লাল নীল বাততি কি করে?
সারাক্ষণ শুধু আলো ছড়ায়।
তুমি এ আলোর পাশে গোলাপ’ রাখবে?
হ্যাঁ, রাখব।
তাহলে গোলাপ তার আরেক গোলাপ খুঁজে পেল।
0